আজ ওর বড্ড মন খারাপ,
নীলাম্বরী সাজ খুলে
বুকে ধূসরতার হা-হুতাশ।
থেমে থেমে গুমড়ে ওঠা শব্দে
শিমুলের ডালে ক্লান্ত শালিকের দল
কেঁপে উঠে ভয়ে।
উড়ে যায় মেহগনির
চড়ুই মুনিয়া টুনটুনি,
দৃশ্যতঃ বিদ্যুত ঝলকানি,
গুমড়ে ওঠা শব্দের ক্রমশ
বাজখাঁই আহাজারী,
হিল্লোলিত গুল্ম বৃক্ষ বনরাজি।
অতঃপর
অবিরাম বারিধারা।
চেয়ে দেখি পৃথিবীর থমকে যাওয়া রূপ,
রঙ বদলের রঙে
পাতা বাহার দুপুর আজ
নিথর-নিশ্চুপ।