যদি সাধ জাগে কভু
আমাকে দেখবার----
দ্বিধাহীন মনে চলে এসো,
চলে এসো;
শহরের কোলাহল মুখরতা ছাড়িয়ে,
শহরতলীর অদূরে;
আমার নির্জন কুটিরে ।
সবুজ শ্যামল ছায়ায়
শুনশান নীরবতায়
আমি আছি বেশ,
পরিচিত ঘ্রাণ-নির্মল পরিবেশ ।
এখানে নীরবতা ভেঙ্গে যায়
অচেনা বিহঙ্গ মুখরতায় ।
এখনে একাকীত্বের বীভত্স যন্ত্রণা,
চাইলেই আমাকে কাঁদাতে পারে না ।
আমার পশ্চিমের জানলা ভেদ করে-
হেলে পড়া সূর্য কিরণ যখনই ফাটল ধরায়
দুপুর বিষন্নতায়,
ঠিক তখনই মনে পড়ে তোমায়,
শব্দ পিঠে শব্দ গেঁথে
কথা হয় কবিতায় ।
এখানে আকাশে বাতাসে মমতার ঘ্রাণ,
জাগ্রত তাই প্রাণহীন প্রাণ ।
যদি বাসনা জাগে কভু
আমাকে জানবার---কাছে নাই তবু,
তবে চলে এসো,চলে এসো তুমি
রইলো নিমন্ত্রণ ।।