ভাবছি,
ভাবছি সাধ করে লিখে লিখে গুছিয়ে রাখা পাণ্ডুলিপি গুলো নিলামে তুলবো এবার।
না, আমি কোনো দাম হাঁকাবো না
আকাশচুম্বী মূল্য নির্ধারণ হোক সেটাও চাইবো না,
হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠা কাহিনী বা ঘটনার আদলে লেখা পাণ্ডুলিপির আদতে কোনো বিক্রয় মূল্য থাকে না,
ওসবের মূল্য ধার্য হয় ভালোবাসার পরিমাপে,
ভালোবেসে লিখে লিখে গুছিয়ে রাখা পাণ্ডুলিপি গুলো জ্বলেপুড়ে নিঃশেষ হয় আমার হৃদয়ের দহন অনুতাপে।
পাণ্ডুলিপি গুলো সত্যিই নিলামে তুলবো এবার,
কোনো পক্ষ নেবো না আমি; কোনো পক্ষপাতিত্ব থাকবে না আমার।
নিজের লেখাকে ছড়িয়ে দেবার অদম্য বাসনাকে যিনি অন্তরে লালন করেন,
যারপরনাই চেষ্টা চালান অন্তরে লালিত বাসনাকে সফল করবার; এবং সফলতার মুখ দেখেন,
আমি চাইবো তাঁর সতঃস্ফূর্ত উপস্থিতি,
নেশা গ্রস্ত কোনো এক মাতালের খোঁজে পত্রিকায় প্রকাশিত হবে এমনই এক বিজ্ঞপ্তি।
খুঁজে নেবো সাহিত্যের নেশায় আসক্ত ব্যক্তিত্বহীন এক মাতাল ব্যক্তিত্বকে,
যার নামে আমার লেখাগুলো হেসে খেলে ঘুরে বেড়াবে সত্যিকার অর্থে সাহিত্য প্রেমিদের হাতে।
তারপর,
তারপর আবার যাপিত জীবনবোধের অতলস্পর্শী নীরবতায়,
আমি আবারও কলমের আঁচড় কাটবো আমার লেখার খাতার সাদা পাতায়।