আমার খুব ইচ্ছে করে সমুদ্রের কাছাকাছি থাকি,
এই যেমন পায়ে হাঁটা পথের দুরত্বে হবে
আমার এক তলা বা ডুপ্লেক্স বাড়ি।
ছাদ কিংবা বারান্দায় দাঁড়িয়ে রাতের সমুদ্র দেখবার
সাধ আমার আজন্মকাল,
হোক সে শান্ত সৌম্য অথবা উন্মাদনায় উত্তাল।
ভোরের আলো ছুঁয়ে দেবার আগে আমি ছুঁয়ে দেবো
সমুদ্র কে,
নোনাজলে রোদ ভেজার আগে আমি পা ভেজাবো জলে।
আমি পূর্নিমায় জ্যোৎস্না রঙে সমুদ্রের রূপ দেখবো বলে এতোকাল অপেক্ষা করেছি
অমাবস্যার আঁধারে জল তরঙ্গের খেলা কেমন হয়
তাও কখনো দেখিনি, গল্পে পড়েছি।
অসীম সমুদ্রের ঐ প্রান্তে টুপ করে সূর্য ডুবে গেলে
অন্ধকারে সমুদ্রের ছেয়ে যাওয়া রূপ দেখবার পিপাসায় পিপাসার্ত মনে,
কেবল সাধ জাগে যখন তখন তাকে ছুঁয়ে দেই সংগোপনে।
মেঘহীন আকাশ নীলের প্রতিচ্ছায়ায় সমুদ্রের বক্ষ দেশে সৃষ্ট নান্দনিক সৌন্দর্যে আমি বিমোহিত হতে চাই বারবার,
নীল জল তরঙ্গে বিলীন হয়ে আমি একদিন ঠিক নীল জল কাব্য হবো তার।
আমার অন্তহীন অবসরে ভর দুপুর কিংবা সাঁঝে সমুদ্রের তীরে দাঁড়িয়ে বেখেয়ালি মনে,
আমি ক্লান্ত হতে চাই ঢেউয়ের সংখ্যা গুনে।
মাঝরাতে কখনো ঘুম ভেঙ্গে গেলে , আমি নীরব রাতের আঁধারে সমুদ্রের গন্ধ গায়ে মেখে তার গর্জে ওঠা আকুতির সাক্ষী হতে চাই,
আর মন খারাপের সময় গুলো ভাসিয়ে দিয়ে যাই।