বিধাতার কাছে শত শুকরিয়া
আমাকে করেছো নারী,
অন্তরে আমার দিয়েছো তুমি
স্নেহ মমতার সারি।
নারী-ই কন্যা নারী-ই জায়া
স্নেহময়ী জননী,
নারীর মমতায় পূর্ণতা পায়
বিধাতার ধরণী ।
ধরণীর মাঝে যত আছে নর
প্রশ্ন করো তারে,
নারীকে ছাড়া কখনো তারা
দেখেছে কি সুখেরে ?
গল্প নাটক জীবন ফটক
যেদিকেই রাখো চোখ,
মমতার হাত বুলিয়ে নারী
ভোলায় সকল শোক ।
জীবন নাটকের রন্ধ্রে রন্ধ্রে
নারীদের অবদান,
যশ খ্যাতিতে বড় হও যত
নারীর-ই সন্তান ।
নারীর শ্রমে সংসার সাজে
চায় না প্রতিদান,
তবুও কেন প্রতিদিন চলে
এত এত ব্যবধান !
নারী পুরুষ দুই-ই মানুষ
বিভেদ কেন তবে!
সকল মানুষ ভালো থাকুক
স্রষ্টার তৈরি ভবে