সেদিনও পৃথিবী আলোকিত হবে সূর্যের মিষ্টি ছোঁয়ায়,
পাখপাখালির কুজনে মুখরিত হবে স্নিগ্ধ ভোর,
ধীরে ধীরে বাড়তে থাকবে বাস ট্রাকের শব্দ,
লোকের আনাগোনায় শোরগোল হবে পাড়ার রাস্তায় রাস্তায়,
মাছ মাংস সবজির দোকানে বাড়বে লোকের ভিড়,
ছোট্ট পান দোকানীও ক্লান্ত হবে পান সুপারি বিক্রি করতে করতে।
সেদিন আমার শূন্য ঘরও লোকে লোকারণ্য হবে,
হাঁক-ডাক হবে; অথবা সবাই নীরব থাকবে,
আমার ঘর লোকে লোকারণ্য হবে
অথচ সেদিন আমার কোনো ব্যস্ততা থাকবে না,
আমাকে নিশ্চিন্তে ঘুমে রেখে ব্যস্ত সময় কাটাবে সবাই।
কেউ বরই পাতা খুঁজতে যাবে
কেউ আনবে নতুন কাপড়
কেউ গোসলের পানি গরম বসাবে
অতি নগণ্য খুব সাধারণ এই আমাকে
সেদিন গোসল করানোর লোকও আসবে।
আমার জন্যে ঘর হবে; নতুন ঘর
ঠিকানা বিহীন জীবন পাবে নতুন এক ঠিকানা,
যেনতেন করে কাটিয়ে দেওয়া জীবনের যবনিকায়
আমি সেদিন রানী হবো; মহারানী হবো
পায়ে হেঁটে নয়; কাঁধে চড়ে নিজের ঘরে যাবো।