গল্প শুনতে চাও যদি
চুপটি করে বসো
তন্বী মনি দূরে কেন
এসো কাছে এসো---
একদিন এক মা পাখি
বললো ডেকে বাছা
যাচ্ছি আমি দূর দেশেতে
ছাড়বেনা আজ বাসা।
মাগো তুমি আমার উপর
ভরসা রেখে যাও
দেখে শুনে রাখবো সবই
একটা চুমু খাও।
চুমু খেয়ে মা পাখিটা
ছাড়লো কেবল ঘর
বন্ধু পাখি এসে বললো
খেলবো জলদি কর।
মা বলেছে থাকতে বাসায়
খেলবোনা রে আজ
ফিরে এসে দেখেন যদি
পাবো ভীষণ লাজ।
বোকা নাকি-বলিস কি সব
মা তো অনেক দূর
আসতে মায়ের দেরী হবে
বাজবে সান্ধ্য সুর।
চল তবে সবাই মিলে
খানিক খেলে আসি
নীল আকাশে ডানা মেলে
উড়তে ভালোবাসি।
বন্ধু পাখির কথা শুনে
মায়ের বারণ ভুলে
মনের সুখে উড়াল দিলো
পেখম দুটো খুলে।
ঠিক তখনই আকাশ বুকে
কালো মেঘের ঢেউ
ঝড়ের তোড়ে বজ্রাঘাতে
বাঁচলো না আর কেউ।
বুঝলে তোমরা বাবু সোনা!
শুনবে মায়ের কথা
শুনলে কথা গুরুজনের
আসবে সফলতা।