পৃথিবীর সব যোগ্য মানুষের ভীড়ে
আমি সত্যিই এক কোণঠাসা প্রাণ,
জীবন গন্ডির সীমাবদ্ধতায়
থমকে যাওয়া সময়ের
ফাঁকা পাতায়;
বড় কোন ডিগ্রী প্রাপ্তির খবর
লেখা হয়নি আমার,
উচ্চবিত্ত সমাজের প্রাণহীন প্রাণে
আমি এক কলুষ আঁধার।
তবু মানুষ আমি;
আমার তাতেই চরম সুখ
আমি ভীষণ সুখী।
বড় বড় ডিগ্রীর সোঁদা গন্ধহীন
জীবনের ভাঁজে
মমতার প্যাটার্নে আমি ভালোবাসার মাধুরী মিশিয়ে গড়েছি
আমার ভালোবাসার সাম্রাজ্য।
হয়তো সেখানে বড় বড় ডিগ্রীর ছোঁয়া নেই,
নেই গুরু গম্ভীর ভাব প্রদানের আধিপত্য,
উচ্চমাত্রার বাক্ বিতণ্ডা নেই সেখানে।
আমার সহজ শুদ্ধতার
ভালোবাসা চলে,
সরল রেখা ধরে।
পৃথিবীর যোগ্যতা গহ্বরে
আমি সত্যিই বড্ড নড়বড়ে।
প্রতিষ্ঠিত সমাজের পরিচিত মুখ
নই আমি,
আমি অচল;তোমরা নামী দামী।
তবু মানুষ আমি।
আমি লিখি আমার প্রাণের
আকুতি দিয়ে,
তোমাদের মতো বাহবা কুড়ানোর
যোগ্যতা আমার নেই,
আমি জানি।
না,আমার দুঃখ বোধ
সেখানে নয়
দুঃখ তখনই হয়
যখনই দেখি---
মানুষে মানুষে তুলনার হিড়িকে
মানবতার পরাজয়।।