মাদক দুঃখ ভোলায় না
মাদক কে তাই বলি--- না
মাদক ছেড়ে কর্ম করি
সত্য সুন্দর জীবন গড়ি
নেশা করে জীবন ক্ষয়
শপথ হোক আর নয়
মাদক বিহীন সুস্থ থাকি
পরিবারে ফোটাই হাসি
নেশা নয় কাজ করি
নিজের হাল নিজে ধরি
মাদক সেবন আর নয়
কাজ-কর্মেই হবে জয়