একদিন আমারও একটা ঠিকানা হবে;
একান্তই নিজস্ব,
ভাগ-বাটোয়ারা বিহীন; সাজসজ্জা হীন
হয়তো ছোট; পাকা নয় কাঁচা বাড়ি
বাঁশ আর মাটির তৈরি।
আমি শুভ্রতার সাজে একদিন
একে একে সবাইকে ছেড়ে
পদার্পণ করবো আমার নিজের ঘরে।
জানি,সেদিন আমি নতুন বলে
উৎসুক কেউ দাঁড়াবে এসে,
নতুনের কাছেই জানার থাকে
আমিও সব জানাবো তাঁকে।।
আমি তখন,
জাগতিক চিন্তা ধারার উর্ধ্বে---
আমার যুদ্ধ যাপন স্মরণে তখন
হয়তো কারো নাসিকা নিংড়ে
বেরুবে দীর্ঘশ্বাস,
তখন আমি সাদা কাফনে জড়ানো লাশ,
একদিন আমিও লাশ হবো; লাশ।।