কেমন আছো আবির?কেমন কাটছে আজকাল তোমার দিনকাল?
ভালোই তো আছি।আমার একলা আকাশ,নীল জোছনা ভীষণ কাছাকাছি।
বাহ্!বেশ তো,কয়জন পারে এমন করে ভালো থাকতে!কয়জন পারে এমন করে বলতে!
হুম,ভালো থাকি আমি।বিষন্নতা কখনো স্পর্শ করে না আমায়।আমার আঁধার রঙে পথ হারিয়ে অন্যপথে হারায়।এবার বলো নীল তুমি আছো কেমন?
আমি?ইদানিং আমি শুধু ভালো নয়,খুউব ভালো থাকি।
তাই?জেনে খুশি হলাম।এই অধম কি জানতে পারে তোমার এতোটা ভালো থাকবার কারণ?
নিঃসঙ্গতা এখন আর কষ্ট দিতে পারে না আমাকে।আমি যে আর একা নই।
অভিনন্দন,তা কবে হলো নতুন জীবনে পদার্পণ?
"নতুন জীবন"----ভালোই বললে।
হ্যাঁ তাই তো, নতুন জীবন।ভালোবাসার ছায়া তলে ;তুমি নিত্য সুখী এখন!
সুখ?হুম তা বলতে পারো।
ভালোই করেছো নীল।ভবঘুরে জীবন ছেড়ে-----সে যাকগে।কে তোমায় সুখী করলো বড্ড জানতে ইচ্ছে হয়,বলা যায়?
আমার অন্তিম ভালো লাগা।
খুব ভালোবাসো?
বাসি,খুব ভালোবাসি।
খুব কাছাকাছি?
হুম খুব কাছাকাছি।কি ব্যাপার, দীর্ঘশ্বাস কেন?
কই না তো!
হিংসে হচ্ছে বুঝি?নাকি কষ্ট?
কোনটাই নয়।ভালোবাসা সুখী হোক,হোক তার জয়।
হা হা হা----আবির,ভালোবাসো আমাকে?
প্রশ্ন করে দেখো নীল, তুমি নিজে কে।
বহুবার প্রশ্ন করেছি নিজে কে,ভেবেছি বহুবার।তোমার উদাসীনতা------বাদ দাও,থাক ওসব কথা।কি যেন জানতে চেয়েছিলে?ও, কাছাকাছি।সারাবেলা থাকে পাশে।বারান্দায়,ছাদে,বাগানে--সব জায়গায়;সবখানে।
হেয়ালী রাখো নীল।সত্যিটা বলো।
হেয়ালী কোথায়, সত্যিই তো বলছি।তাকে নিয়ে পথ চলি,দুঃখ ব্যথা তাকেই বলি।
বেশ,এভাবেই ভালো থেকো নীল।ভুলে যেও পুরনো কে,স্মৃতিরা হোক লীন।রাখছি।
আশির্বাদের বুলি ছড়িয়ে ফোন যে রেখে দিচ্ছো।জানতে চাও না, কষ্ট পাওয়া নীল কার সান্নিধ্যে এতো ভালো থাকে আজকাল?
ব্যর্থ মানুষ আমি।সুখী করে সুখী হবার প্রয়াসে যদিও খানিকটা ছিলো পাগলামী।তবু আজ আবার বলি---ভালোবাসতাম নীল,আজও বাসি।
সে আমি জানি।
সত্যি তুমি জানো নীল?
হুম জানি।
তবুও---------বলো নীল,বলো কার সান্নিধ্যে উপেক্ষিত হলো আমার ভালোবাসা!
আমার লেখার খাতা,
আমার গল্প আর কবিতা।
নীল তুমিও?
হুমমম,আমিও!
নীল----নীল তুমি আমার আঁধার রঙে নীল জোছনা আলো,
এমন করে বাসতে ভালো;কেমন করে পারো!!!