নিঃস্ব হয়ে বসে আছি
রিক্ত শূন্য মনে,
চাওয়া পাওয়া সবটাই আজ
হারিয়ে গেছে বনে।
পাথর চাপা কষ্ট মনে
থাকি হাসি মুখে,
সবাই দেখে ভাবে হয়তো
আছি মহা সুখে।
এক আকাশ কষ্ট বুকে
সুখ পাবে না ঠাঁই,
দুঃখের কথা বলতে গেলে
খুঁজে নাহি পাই।
কষ্টের উপর কষ্ট এসে
প্রাচীর গড়েছে,
কষ্ট প্রাচীর দেখবে বলে
আমায় খুঁজেছে।