রাতের চাদর সরিয়ে ভোরের রঙ
উঁকি দিতেই বিহঙ্গ দল
নীড় ছেড়ে উড়ে যায়
দূরে বহু দূরে,
লাস্যময়ী তুলতুলে ভোরের স্নিগ্ধতা পেরিয়ে
আবার ঠিক ফিরে আসে সাঁঝ আাকাশে;
ফিরে আসে আপন নিবাসে।
সব পাখি নীড়ে ফেরে,
কেবল আমারই ফেরা হয় না ঘরে।
আমি শূন্যতার কাঁধে ভর দিয়ে
দাঁড়িয়ে দেখি
আকাশের বুকে মেঘেরাও যায়-আসে,
বিশাল সাগরের উত্তাল তরঙ্গ মালা
তীরে এসে ছুঁয়ে দেয় আমাকে,
আবার ফিরে যায় তার গন্তব্যে,
কেবল আমারই ফেরা হয় না ঘরে।
আমি শূন্যতার গায়ে হেলান দিয়ে
নিষ্কলুষ রাতের আঁধারে
জোছনার কান্না দেখি।
বৃষ্টির রিনঝিন হাসির ঝংকারে
আমি ভেসে চলি
ঠিকানা বিহীন জীবনের তরী বেয়ে,
তবু ঘরে ফেরা হয় না আমার।
সব পাখি নীড়ে ফেরে
সব আঁধার হারায় ভোরে
কেবল আমারই ফেরা হয় না ঘরে।।