মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভাঙ্গা চোখে দেখি,
মন খারাপ নিয়ে জেগে থাকা একাকিত্বের নিবিড় আলিঙ্গনে আমি।
অতঃপর;
মেনে নিয়ে মানিয়ে নেওয়ার সুনিপুণ দক্ষতায়
আমি তাকে পরম যত্নে আবারও নির্দ্বিধায় নিজের মধ্যে ধারণ করি।
বড্ড ভারী লাগে নিজেকে,
তবুও বিছানা ছেড়ে উঠে দাঁড়াই খোলা জানালায়, অথবা আমার মাধবীলতা বারান্দায়।
আমার শহর তখন নিরবচ্ছিন্ন ঘুমে আচ্ছন্ন,
আমি নির্মল নীরবতায় ছড়িয়ে দেই আমার দীর্ঘশ্বাস,
বাঁধ ভাঙ্গা নোনাজলে ভিজে ভিজে আমি আরও আরও কঠিন হই রোজ,
আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা সেই রক্তক্ষয়ী হৃদয়ের কে রাখে খোঁজ!!
কেউ রাখে না, কেউ না; কেউ না!!!