তোমার রোদ মাখা আকাশে আমি মেঘের পালক ছড়াতে চাইনি কখনো,
তোমার বাগান বিলাস আঙ্গিনায় বৈরী হাওয়া বয়ে যাক;
আমি তাও চাইনি,
তোমার জলপাই রঙ সুখে
আমি নীলপদ্ম ছোঁয়াতে চাইনি।
আমি তো কেবল তোমার চোখের তারায় খচিত কাব্যকথা পড়ে
বুঝতে চেয়েছি তোমাকে।
তোমার আমার জীবন রেখা একই পথে চলে,
দুঃখ নিয়ে দুঃখ খেলা স্বপ্ন সুখের ছলে।

তারপর---------
তারপর সবটাই ভবিতব্য!

তোমার কষ্ট নিঃসৃত প্রশ্ন জবাবে আমি সেদিন চুপ থেকেছি,
মুখে আসা কথা গিলে নিয়েছি ভেতরে,
যদি অযোগ্যতার প্রশ্নে
আবার রক্ত ক্ষরণ হয় হৃদয়ের উঠোনে
যদি লালসার দৃষ্টি খুঁজে পাও নয়নে!
সেদিনের নীরবতা
আজ আমার লাউডগা স্বপ্ন ছোঁয়া শূণ্যতা।
মেঘ পালকে ছেয়ে যাওয়া আকাশ আঁধারে যদি পথ খুঁজে না পাও,
বাগান বিলাস আঙ্গিনায় বয়ে যাওয়া বৈরিতায় যদি জীবনের শুদ্ধতা হারাও----
চেয়ে দেখো আমাকে
আমি নীলপদ্ম হাতে জলপাই রঙ সুখে
আবার রাঙাবো তোমাকে।