প্রচন্ড গরমে, অঝোর বৃষ্টিতে, হাঁড় কাপানো শীতে,
অমাবস্যার আঁধারে কিংবা পূর্ণিমার আলোতে
আমি আর আজকাল কোনো কাব্যিক শব্দ খুঁজে পাইনা।
সাগরে ঢেউয়ের শব্দে অথবা পাহাড়ের অটল দৃঢ়তায়ও খুঁজে পাইনা
আবেগাপ্লুত হওয়ার মতো কোনো কল্পকাহিনী।
শরত আকাশের শুভ্রতায় খুঁজেছি; খুঁজেছি কাশফুলের শুভ্রতায়,
গভীর রাতের স্তব্ধতায় খুঁজেছি; খুঁজেছি ভোরের শুদ্ধতায়,
কাজ শেষের ক্লান্তিতে খুঁজেছি; খুঁজেছি বিষাদের শ্রান্তিতে,
নাহ্ কোথাও কোনো আবেগ নেই; নেই কোনো কাব্যিকতা,
যেদিকেই তাকাই কেবল কৃত্রিমতা আর কৃত্রিমতা।
কৃত্রিমতা শহরে বন্দরে; গ্রাম বাংলার মাটির ঘ্রাণে,
কৃত্রিমতা সৌজন্যের হাসিতে; রাখাল ছেলের বাঁশিতে,
কৃত্রিমতা আপনজনের চোখে মুখে; ভালোবাসার বক্ষ জুড়ে।
আজকাল আর কবিতা আসেনা মনে,
আবেগহীন কৃত্রিমতায় আজকাল শুধু একটাই ভাবনা,
কবে কখন কিভাবে ঘটবে জীবনের যবনিকা।