না,তোমাদের মতো কোন দার্শনিকের
দর্শন মেনে বা কোন জ্যামিতিক সূত্র ধরে
জীবনের মানচিত্র আঁকিনি আমি।
ভালোবাসার ছাদ তলে
বিশ্বাসের দেওয়ালে সুখ শান্তির
দরজা জানালায়
তোমরা যেমন করে সাজিয়েছো
জীবনের মানচিত্র,
আমি ঠিক তেমন করে পারিনি।
আমার আছে খোলা আকাশ,
কখনো সূর্যের অতি বেগুনি রশ্মি ছুঁয়ে যায়
কখনো থাকি বক সাদা
বা ধূসর মেঘের ছায়ায়,
আবার কখনো ঝুম বৃষ্টি আমাকে ভেজায়।
আমি তারাদের গান শুনি
অমাবশ্যায় আঁধার গুণি,
রাতের নিরালায় বসে জোছনা দেখি।
আমার জীবনের সীমানাহীন মানচিত্রের বাঁকে
বাঁকে কষ্টের লুটোপুটি খেলায়
আমি শুধু ভেসে বেড়াই,
বড্ড ইচ্ছে করে----
ইচ্ছে করে কোথাও একটু দাঁড়াই;
নতুন করে সাজাই জীবনের মানচিত্র,
কিন্তু পারি না;
পারি না-------পৃথিবী বড় বিচিত্র।।