আজকাল নিজেই নিজেকে বাহবা দেই আমি,
নিজেকে নিয়ে নিজেরই গর্ব বোধ হয় আমার,
খুব যত্ন করে নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে,
ভীষণ রকম মমতায় বলতে ইচ্ছে হয়-
এ তোর পরাজয় নয়।
আমার ভেতরে যে আমি
বড় বেশি অভিমানী।
আমার কথা শুনে অপলক তাকিয়ে থাকে
রাতের রঙে রাঙা আকাশের দিকে,
নির্বাক আঁখি যুগল আবারও ছলছল।
আমি তো জানি,
নোনা জলে পুড়ে পুড়ে হৃদয় বিরানভূমি।
তবুও নিজেকে নিয়ে গর্ব হয় আমার,
কখনো কখনো মনে হয়,
একটা নোবেল প্রাপ্য ছিলো আমার
অথবা নিদেনপক্ষে একটা সনদপত্র,
আমি অনায়াসেই নিজেকে ভাবতে পারি
নামকরা কোনো লেখকের লেখা
বিশাল উপন্যাসের সুচারু এক চরিত্র।
আমি কবির আলোড়িত কবিতা হতে পারি,
হতে পারি চিত্রকরের আঁকা দুর্দান্ত এক ছবি।
আমি নির্ভীক,
যুদ্ধরত এক সৈনিক,
নিজের সাথে নিজেই আমি যুদ্ধ করি দৈনিক।।