যা কিছু হারিয়ে গেছে
হিসাব খাতা শূন্য করে,
মিছে কেন ওসব ভেবে
কষ্ট বাড়াস মনের ঘরে।

লাভ ক্ষতির হিসাব কষে
ঝরঝর আঁখি জলে,
সারাবেলা থাকিস কেন
বিষাদের ছায়া তলে।

নীল আকাশে দে উড়িয়ে
কষ্ট গুলো তোর,
ডানা মেলে যাক উড়ে সব
আসুক নতুন ভোর।

হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো
তোর ছিলে না তাই,
তন্দ্রাহারা দুই নয়নে
দেখলি খুঁজে নাই।

হাসি নিয়ে বাঁশি নিয়ে
নতুন সুরে গা,
জীবন খুঁজে পাবি রে তুই
যা রে ছুটে যা।