আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি,
তবে শুনেছি রক্তক্ষয়ী সে যুদ্ধ কাহিনী।
জেনেছি আবাল বৃদ্ধ বনিতা
কিভাবে ছিনিয়ে এনেছে স্বাধীনতা।
এক দেশের জন্যে,
এ এক স্বাধীনতার জন্যে-
কত প্রাণ কত সম্ভ্রম কত রক্ত।
আর আমি-
আমি দিনের পর দিন জীবনের সাথে
যুদ্ধ করে চলেছি একা, একাকী,
আমি জানি,
জানি জীবন কি!
জীবন যুদ্ধে আমি অস্ত্রহীন এক সৈনিক।
আমি লড়েছি ক্ষুধার সাথে,
লড়েছি পরিধেয় বস্ত্রের তাগিদে,
চিকিৎসা নিশ্চিত করতে লড়তে হয়েছে,
লড়েছি সম্ভ্রম বাঁচাতে,
হ্যাঁ, আমাকে যুদ্ধ করে করে বাঁচতে হয়েছে।
তিনটি অক্ষরে ছোট্ট একটি শব্দ - জীবন,
অথচ এর পরিধি কত বিস্তৃত।
আমি জীবনের রঙ দেখেছি,
দেখেছি তার ভয়াল রূপ,
কখনো তীরের বেগে ছুটেছি আমি,
আবার কখনো থেকেছি একদম চুপ।
আমিও আহত হয়েছি
আমারও রক্ত ঝরেছে,
রক্ত ক্ষরণের যন্ত্রণায় ছটফট করেছি,
কাটিয়েছি কত নির্ঘুম রাত,
ক্লান্তিতে ভারী হয়েছে আমার
চোখ, মুখ, পা, হাত,
তবুও ছুটেছি আবারও ছুটেছি,
বুকের ঘরের আগুনে পুড়ে ছাই হয়েছি।
আমার শহরের দেয়ালে দেয়ালে তখন
কেবল বেঁচে থাকবার পোস্টার,
হৃদয়ের চিলেকোঠায় জীবন বাঁচাও শ্লোগান,
অঙ্কুরিত স্বপ্নরা তখন মৃত, লাশ
আমি লাশের স্তুপে ইচ্ছে পোকাদের মুখ থুবড়ে
পড়তে দেখেছি,
জীবনের এপিঠ ওপিঠ দেখেছি আমি,
শুনেছি আমার বিপরীতে জীবনের অট্টহাসি,
সেই শুরু থেকে আজ অবধি
আমি লড়েই চলেছি,
লড়ছি একা, একাকী।