নীল প্রাচীর ডিঙ্গিয়ে
আমার বিবর্ণ আঙ্গিনায় যখন
গোলাপি সুখেদের আবির্ভাব;
ঠিক তখনই মাধবী রাতে
হাসনাহেনার মাতাল গন্ধ স্বয়ং স্বাক্ষী---
রাত জাগা চাঁদের সাথে জেগেছি রাত,
শূন্যতা সরিয়ে এই হাতে
তুমি রেখেছিলে হাত।
স্বপ্নহীন চোখের তারায় স্বপ্ন বীজ বুনে
তুমি নিজ হাতে টেনে হিঁচড়ে
দুরাশার খোলস ফেলেছিলে ছুঁড়ে।
তোমার মমতা মাখা কন্ঠ জলে
আমার স্বপ্ন তরী ভেসে চলে---
শরতের তুলো মেঘের ভাঁজে
কাশফুল শুভ্রতার মাঝে।
কখনো ঘাসফড়িং কখনো প্রজাপতি
সময়ের অলি-গলি,
সূতো কাটা ঘুড়ি দুজন
মন ভাবে এই তো জীবন।
তারপর---
অমানিশি রাতের আঁধার
কালো মেঘের বজ্রপাত
শীতল অথচ ভয়াল জলোচ্ছ্বাস।
অতঃপর থেমে যাওয়া ঝড়ের ওপারে
আমার হাতে নিঃসঙ্গতাই হাত রাখে।