জানিস না তুই, তোকে নিয়ে
ভাসাই স্বপ্ন ভেলা,
এদিক ওদিক ঘুরে ঘুরে
সাঙ্গ করি বেলা।

তোর আদরে সিক্ত যখন
কঠিন ঘন রাত,
আঁধার রঙে তোকেই খুঁজি
বাড়িয়ে দুটি হাত।

তোর বাহুতে কাঁপন আমার
দীর্ঘ বারমাস,
জোড়া ঠোঁটের গহীন গুহায়
আমার সর্বনাশ।

খুনি চোখের দৃষ্টি আমায়
নিত্য গিলে খায়,
হাসিস যখন মাতাল হাসি
আস্ত পিষে যায়।

জানিস না তুই, তোকে নিয়ে
রঙ বেরঙে সাজি,
আর শূন্যতাকে আঁকড়ে ধরে
তোর ভালোই যাচি।

তুই কল্পলোকের কল্প মানুষ
কল্পনাতে আঁকি,
জানিস না তুই, তোকে নিয়ে
কত ভালো থাকি।