মাঝে মাঝে বড্ড সাধ হয়,
বড্ড সাধ হয়---
সাঁঝের মায়ায় কারো ঘরে ফেরার
অপেক্ষায় ক্লান্তি আসুক আমার চরণে,
সন্ধ্যার গভীরতায় তার ফিরে আসার
দেরী নিরূপণে অস্থির হয়ে উঠুক মন
চিন্তার জলে ভিজে উঠুক দুই চোখ।
মাঝে মাঝে বড্ড সাধ হয়;
বড্ড সাধ হয়---
রাতঘুমে পাশ ফিরেই
কারো অস্তিত্ব টের পাই,
দুঃস্বপ্নে ভেঙ্গে যাওয়া ঘুম রাতে
কারো নির্ভরতার হাত ছুঁয়ে যাক
আমাকে।
মাঝে মাঝে বড্ড সাধ হয়;
বড্ড সাধ হয়---
কারো কাঁধ হেলানে মাথা রেখে
গোধুলির আলোয় হেঁটে যাই
দূর বহুদূর,
কারো নিশ্চয়তার গায়ে হেলান দিয়ে
বড় সাধ হয় জোছনার জল ছুঁই।
মাঝে মাঝে বড্ড সাধ হয়;
বড্ড সাধ হয়---
কারো পছন্দ সাজে নিজেকে সাজাই,
সময় গুলো হেসে খেলে
তার সাথেই কাটাই।
বড্ড সাধ হয়;
বড় বেশি সাধ হয়........