তোমায় নিয়ে হৃদয় বন্দরে
যে ঘর বেঁধেছি আমি,
কষ্টগুলো নিখোঁজ সবাই
পলাতক আসামী ।
তোমায় নিয়ে কাটে আমার
সকাল দুপুর রাত,
পুণ্যি ছিল - তাই পেয়েছি
নির্ভরতার হাত ।
তোমার জন্যে একাজ ওকাজ
সব কাজেতে সুখ,
কাজের ফাঁকে যেদিক তাকাই
দেখি চন্দ্র মুখ ।
বিষন্নতার গহন তলে
হারায় যদি মন,
ভালবাসার রঙ ছড়িয়ে
রাঙিও সে ক্ষণ ।
ভালবাসার সুখ আবেশে
জড়িয়ে রেখো বুকে,
কষ্ট সময় কেটে যাবে
ভীষণ রকম সুখে ।
সূর্য ডোবা নীল আকাশে
গোধুলীর খেলা,
এলেই যদি আকাশ জুড়ে
থেকো সারাবেলা ।
শূণ্য ঘরে একলা আমি
দু'জন পাশাপাশি,
অন্য রকম ভালবাসায়
তোমায় ভালবাসি ।
কল্প রাজ্যে কল্প রঙে
সাজাই সংসার,
যে-যাই বলুক ইচ্ছে নদী
সাঁতরে পারাপার ।