রক্তের সোঁদা গন্ধে ভারী হয়ে ওঠা বাতাসে
কান পেতে শুনি
মানবেতর জীবনের আহাজারি।
নির্যাতিতের দীর্ঘশ্বাসে
রঙ চটা জোছনা রাতি,
এ কি লীলা খেলা;এই কি নিয়তি!
নারী-পুরুষ নির্বিশেষে
বেঘোরে হারাচ্ছে প্রাণ
শিশু থেকে বৃদ্ধ;ক্ষত-বিক্ষত দেহ
নির্দ্বিধায় খান খান।
আর কত জীবন হবে নিধন
আর কত এই পৈশাচিক নির্যাতন?
ঘুমে নির্ঘুমে শুধু লাশ
ছিন্ন ভিন্ন দেহ,
কি বীভৎস ভয়াবহ।
বর্ণনাতীত অত্যাচার
কি আলো-কি আঁধার,
স্রষ্টার সৃষ্টি ধ্বংস সুখে
ওরা হিংস্র জানোয়ার।
ধ্বংসের মহোৎসবে বিলুপ্ত মানবতায়
শত সহস্র ধিক্কার,
খুব সহসা বিধাতা করুন
পিশাচেরে নির্বিকার।