জানি আমি এই জগতে
নগণ্য এক প্রাণ,
কোথাও আমার নাইবা থাকুক
শ্রেষ্ঠ কোনো মান।
ছোট বড় হিসেব কষে
মন করি না ভার,
যাঁচি কেবল শুদ্ধ জীবন
তাই তো হাহাকার।
সত্য ন্যায়ের পথে চলুক
জীবন তরীখানি,
নীতি কথা বারে বারে
তাই তো মুখে আনি।
প্রাণীকূলে সেরা সৃষ্টি
সৃষ্টিকর্তার দান,
হায়রে মানব!নীতি কথায়
করো অপমান।।