জীবন আকাশে সোনালী রঙ ছড়িয়ে
উদিত দিবাকর,
তার স্বভাব সুলভ সোনা ঝরা রঙ হারিয়ে
বিষাদের রঙে ছেয়ে গেছে সেই কবে.......
বিষাদের রঙ !
বিষাদের রঙ বদলের রঙে
আমার কষ্ট নির্ঝরিণী
কখনো তার অঙ্গে মেখেছে নীল,
কখনো মেঘের ধূসরতায় ধূসর রঙে
নিজেকে করেছে বিলীন ।
উত্পীড়নের নিপীড়নে উপচে পড়া
কষ্ট নির্ঝরিণী কতবার
কত দিকে নিয়েছে বাঁক,
কালো মেঘে ছেয়ে যাওয়া ঈশান কোণে
কতবার অনাহূত বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে
জীবনের ঢাক ।
তবু কস্মিনকালেও এতটুকুন স্তব্ধতা আসেনি
আমার চিত্রা হরিণী চঞ্চল জীবনে ।
আমি শুভ্র শিউলীর শুভ্রতায় হেঁটে গেছি
জলনূপুর দুপুরের কাছে,
দেবদারু অপরাহ্নের গায়ে হেলান দিয়ে চেয়ে থেকেছি ঐ অসীম দিগন্তের দিকে,
তুলো তুলো মেঘের ভাঁজে সেঁটে দিয়েছি আমার স্বপ্নবোনা কল্পতরু ।
আজ যখন বিষাদ রঙে রঞ্জিত দিবাকর
আকাশ নীলে রক্তিম আভা বিকিরণে
অস্তাচলের পথে,
সেই সময় তুমি কেন এলে.......
কেন এলে বেলা শেষের এই স্তব্ধ রথে !