আষাঢ় এলেই----
আষাঢ় এলেই মনে পড়ে তোমাকে,

বিষন্নতার রঙ ছাপিয়ে
আকাশ যখন অঝরে কেঁদে ওঠে,
আকাশ কান্না জলে
যখনই সিক্ত হয়
আমার ঘর-দোর আঙিনা
ঠিক তখনই ;
তখনই মনে হয় তোমাকে।

আষাঢ় এলেই-----
আষাঢ় এলেই মনে পড়ে তোমাকে,

খানিকটা কেঁদে হালকা হওয়া
আকাশের সুখ সুখ অনুভূতিকে
যখনই নিবিড় আলিঙ্গনে
ছেয়ে যায় সোনা রোদ
ঠিক তখনই;
তখনই মনে হয় তোমাকে।

আষাঢ় এলেই -----
আষাঢ় এলেই মনে পড়ে তোমাকে,

তোমাকে বৃষ্টি যেভাবে ছুঁয়ে দেয়;
ছুঁয়ে দেয় বৃষ্টি শেষের
সোনালী রোদ্দুর,
আমিও ছুঁতে চাই তোমাকে
কোথায় তুমি ; কতদূর!!

আষাঢ় এলেই -----
আষাঢ় এলেই তোমার কোমল ছোঁয়ায়
শিহরিত হতে চায় মন,
তোমার স্নিগ্ধ গন্ধের আকুলতায়
যায় যদি যাক কেটে
সারা বর্ষাক্ষণ।

আবার এলো আষাঢ়ের দিন
মেঘ বৃষ্টি রৌদ্র ছায়া
গদ্যময় তুমিহীন---------


[পুনশ্চঃ  কবিতাটা প্রেমের।  তবে মানুষের  সাথে নয়,  লেখকের প্রেম কদম এর সাথে। বহুদিন কদম ফুল ছুঁয়ে দেখা হয়নি। ]