পুরো বিশ্ব জুড়ে বিরাজ করছে করোনা,
দয়া করে কথা শোনো; সর্তক হও
ঘরের বাইরে যেও না।
এই যুদ্ধে কোনো দেশ বা জাতিকে তোমার প্রতিহত করতে হবে না,
তবুও যদি বীরত্ব দেখাতেই হয়; ঘরে থাকো
ঘরের বাইরে যেও না।
আমি স্বাধীনচেতা- বন্দীদশা আমাকে মানায় না,
বেরিয়ে আসো এই ভাবনার শিকড় ছিঁড়ে
যদি একটুও ভালোবাসো তোমার পরিবার,দেশ ও দেশের মানুষকে-প্রমাণ দাও;ঘরে থাকো
ঘরের বাইরে যেও না।
বিএনপি আওয়ামীলীগ জামায়াত শিবির
রাষ্ট্রপ্রধান আমজনতা
কাউকে চেনে না করোনা,
স্রষ্টার দেওয়া জীবনটাকে ভালোবাসো,ঘরে থাকো
ঘরের বাইরে যেও না।
আতঙ্ক নয় সতর্ক হও;মেনে চলো নির্দেশনা,
আয় রুজি সব পরে হবে-এখন ঘরে থাকো
ঘরের বাইরে যেও না।