স্কুল কলেজ অফিস পথে
নিত্য যাতায়াত,
দুপুর বিকাল সন্ধ্যে গড়ায়
হয় কখনো রাত।
সবাই কি আর ধনী ঘরের
ধনী বাবার মেয়ে!
হাঁকিয়ে গাড়ী পৌঁছুবে যে
গন্তব্যেতে যেয়ে।
হাঁটা পথে,রিক্সায় চড়ে
যে যার কাজে ছুটে,
একটা সময় নিরাপত্তার
বাঁধন যায় টুটে।
পথে-ঘাটে,দিনে-রাতে
মা বোনেরা কত,
ইভটিজিং এর শিকার হয়
হয় যে লাঞ্চিত।
ঘৃণ্য কাজের হোতা যারা
তাদের বলতে চাই--
এই জগতে বিবেক ছাড়া
কোনো মানব নাই।
বিবেকটুকু ঘুম পাড়িয়ে
দিব্যি আছো বেঁচে,
মানুষ;তবু বিবেকহীনের
নাম নিয়েছো যেঁচে।
তোমরা যাদের পথে-ঘাটে
উত্ত্যক্ত করো,
তারাও কিন্তু তোমার ঘরের
মা বোনদের মতো।
আপন মনে ভেবে দেখো
করছো কি ভাই ঠিক?
তোমার ঘরেও ঘটবে এমন
এটাই স্বাভাবিক।
তখন তুমি মানবে কি সব
থাকবে বসে চুপ!
প্রতিবাদের ঝড় তুলবে
বদলে নেবে রূপ।
নারী জাতীর বদৌলতেই
এই ভুবনে আসা,
আবার লাস্যময়ী ললনাতেই
গড়বে ভালোবাসা।
তবে কেন তাদের প্রতি
করো অবিচার,
মর্যাদাতে বসাও তাদের
হও এবার সোচ্চার।।