ঠিকানা বিহীন খামে ভরে
এতোকাল যে গল্প ;
সযতনে গুছিয়ে রেখেছিলাম
জীবনের ফাঁকা ডাকবাক্সে,
তুমি তাকে কি অবলীলায়
শৈশবের উন্মাদনা বলে
উড়িয়ে দিলে,
এতোটাই উন্মাদ ছিলে !!
পানকৌড়ি দুপুর বিষন্নতায়
শিমুল বীজের ভাঁজে ভাঁজে
কত সময় গেছে আমার
সে গল্পের চিত্রিত চরিত্রের খোঁজে।
ফেলে আসা উঠোন রোদের হাতছানি
শুধুই কি শৈশবের পাগলামি !!
কোনো স্বচ্ছতাই কি ছিলো না তাতে
যতবার রেখেছিলে হাত
এই অযোগ্য হাতে।
অস্বচ্ছ উন্মাদনায় যে পাগলামি
ছিলো তোমার,
এই তো ; এইটুকুই স্মৃতি আমার
বাকিটা ধুসর মেঘের ধুসরতায়
এলোকেশি অন্ধকার।