মানিক রতন যমজ দুজন
স্বভাব দুটো ভিন্ন
একজনে চায় আলু রুটি
অন্য জনে অন্ন।
মানিক বেজায় শান্ত ছেলে
খুব গুছিয়ে চলে
পড়া লেখায় তুখোড় মানিক
মেপে কথা বলে।
চোখে হারায় সবাই তাকে
ভালোবাসে খুব
কেউ ওকে বকুক মারুক
বসে থাকে চুপ।
অন্যদিকে রতন কেমন বলতে পারো কেউ?
চলন বলন বক্র রেখায়;চঞ্চলতার ঢেউ।
হরহামেশা খাচ্ছে বকা-
দিচ্ছে না মন পড়ায়,
ক্লাস না করে বাইরে এসে
আপন মনে দৌঁড়ায়।
টেনে টুনে পাশ করে যায়;
মানিক প্রথম হয়
রতন ভাবে---এ তো আমার
কঠিন পরাজয়!
এভাবেই কাটছিলো দিন
তারপর একদিন------
বিদ্যাপীঠে বুদ্ধি খেলায়
রতন দিলো নাম
স্যার সবাই হেসে বলেন ---রতন
এ কি তোমার কাম!!
বরাবরের মতো আজ চঞ্চলতা নেই,
নিয়ম মেনে খেলায় বসে
নাম ডাকলো যেই।
খেলা শেষে অবাক সবে
আজব ঘটনা
বুদ্ধি খেলায় রতন সেরা
নয়তো রটনা।
মান্য গণ্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত---
রতন যে আজ নিজেই নিজের
হলো বিপরীত!
প্রশংসায় সব ব্যতিব্যস্ত-
রতন হলো সেরা,
রতনের এই বদলে যাওয়ায়
চলছে প্রশ্ন জেরা।
রতন বলে---ইচ্ছে যখন জেগে উঠে
মেলে দিলো ডানা
আর কি আমায় দুষ্টুমিরা করতে পারে মানা!!!
বুঝলে কিছু-----সারকথা কি?
বলছি বুঝিয়ে---
ইচ্ছের কাছে সকল বাধা
যায় হারিয়ে।