হ্যাঁ আমি একা, ভীষণ রকম একা,
আমি অন্ধকার রাতের মতো একা,
বিষণ্ণ বিকালের মতো একা,
ঢেউহীন শান্ত সৌম্য সাগরের মতো একা আমি,
আমি বৈশাখী ঝড়ের তাণ্ডবে নীড় হারা
পাখির মতো একা,
মেঘ বিহীন আকাশের মতো একা,
আমি পাতা ঝরা ঋতুর মতো একা,
কোটি মানুষের ভিড়ের মধ্যেও একা আমি,
গন্তব্যহীন একলা পথিক যেমন সঙ্গহীন একা;
আমিও ঠিক তেমনই একা,
একাকিত্বের কোলাহল মুখরতায়
আমার যাপিত জীবনের বিদীর্ণ সময়,
আজ অনেকটাই কঠিন, অয়োময়।
না- আমার আর সহজবোধ্য জীবন চাই না,
বাকি সময়টুকু আমি কোনো এক পথের মতোই
পথ ধরে হেঁটে যেতে চাই সীমানার শেষ প্রান্তে।
কেউ না থাকুক সাথে,
কেউ না হাঁটুক আমার পথ ধরে পথে,
কেউ না বাসুক ভালো, না রাখুক খেয়াল,
আমি এখন খুব করে চাই, ভেঙে না যাক
আমার একাকিত্বের মজবুত দেয়াল।