শুধু যে শখ আহ্লাদ;তা কিন্তু নয়
কিছু প্রয়োজনও চাপা পড়ে যায়
বিশুদ্ধ অপারগতায়,
কিছু দায় থেকে যায়।
যেটুকু না হলেই নয়
কেবল তার যোগাড়েও
হিমশিম খেতে হয়,
আমি তবুও অকুতোভয়।
জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ
আমার জীবনাদর্শ--
চলার পথে এক একটা আর্ট।
শ্যাওলা পিচ্ছিল ;
উঁচু নিচু ধূলো মাখা ;
তপ্ত বালুচর-----
সাদা-কালো,লাল-নীল
ফ্যাকাশে ধূসর----
বহু পথ পেরিয়েছি আমি,
দেখেছি জীবনের নানা রঙ।
আমি দেখেছি;
খুব কাছ থেকে দেখেছি--
সূতোকাটা ঘুড়ির মতো
মমতার বাঁধন গুলো ছিঁড়ে যেতে।
হৃদয়ে রক্তক্ষরণ-
মেলেনি সমীকরণ----
তবু বয়ে বেড়াই জীবনের ভার,
হেঁটে চলি অদূর আগামীর পথে,
একদিন ঠিক দেখা হবে;
দেখা হবে কোনো সুন্দরের সাথে
দেখা হবে---দেখা হবে নিভৃতে।।