আজি ঘন বরষা ক্ষণে
দূর সুদূর বারিষ গগনে
কে যেন আমারে
ডেকে যায় ইশারায়--
আয় ছুটে আয়
হারাবো আজ নিঃসীম অজানায়।
চল দুজনে হারাই অসীমে
ঘন বরষার ছন্দিত লগনে
গাঙচিল হবো ডুব সাতারে
জোনাক পোকা রাত আঁধারে।
জল নূপুরে চরণ যুগল
খুঁজবে গহীন তল,
দুঃখ বীণে সুখের মাদল
বাজিয়ে অবিচল।
ধূসর শাড়ীতে সাজাবো তোকে
নীল টিপ কপালে
বর্ষা জলে ভিজিয়ে শুকাবো
হৃদয়ের মহলে।
বাতাসের দোলে দোল খাওয়া চুলে
জাগিবো রজনী
তোর চপল চঞ্চল হরিণী চোখে
রচিবো কাহিনী।
আজি ঘন বরষা ক্ষণে
দূর সুদূর বারিষ গগনে
কে যেন আমারে
ডেকে যায় ইশারায়----
আয় ছুটে আয়
হারাবো দুজনে নিঃসীম অজানায়।