এই যে এতো যোগাড়-যম্ত
এতো আয়োজন,
সময়ে ঠিক ফুরিয়ে যাবে
সকল প্রয়োজন।
লেনদেন সব চুকে যাবে
ঘুছবে ব্যস্ততা,
প্রার্থনাতে থাকবে চাওয়া
সবার সুস্থতা।
আর কিছুদিন বাকী কেবল
স্মৃতি হবে সব,
রাত দুপুরে আর হবে না
কোনো কলরব।
আনাগোনায় সরব সময়
আর পাবো না ফিরে,
স্নেহ মায়া সব কাটিয়ে
ফিরবে ওরা নীড়ে।
সময় গুলো ভালোই ছিলো
আপন আপন রেশ,
এক নিমিষে ঘুছলো সবই
স্থবির পরিবেশ।।