আমি এখনো খুঁজি,
খুঁজি অলিতে গলিতে শহর গ্রামে
খুঁজি সন্তর্পণে সংগোপনে।
খুঁজে যাবো অনন্ত কাল
আলোকিত সে সকাল।
সোহরাওয়ার্দী-রমনা-টিএসসি-
মধুর ক্যাণ্টিন
ধানমণ্ডি ছয় নাম্বার থানা সংলগ্ন
কলেজ গেইট
বকসী বাজার মেডিকেল হোস্টেল
অথবা,
সোবহানবাগ ডেণ্টাল ছাত্রাবাস।
বিস্মৃত স্মৃতির অতলে
স্তূপাকার স্মৃতির বেদিতে আজও ঠিক ভেসে ওঠে
পিজি'র তিনশ তেত্রিশ নাম্বার বেড।
আজও ভুলে যাইনি
চন্দ্রিমায় বৃষ্টিস্নাত সে দিন,
চোখ বুজলেই-এখনো ভেসে ওঠে
হলুদ টি শার্ট আকাশী জিন্স।
এখনো ভোরের আলোর মতো
স্বচ্ছ সেই চিরকুট,
সে-ই আগের মতোই এখনো ভালোবাসি কাগজের ঠোঙায় ভাজা গরম বুট।
জোড়া ভ্রু চোখের চাহনী
আমি এখনো খুঁজি,
খুঁজি সন্তর্পণে সংগোপনে
খুঁজি নীল গগণে।