বিল ঝিল পেরিয়ে উত্তাল সাগর ঢেউয়ে আমি সমর্পণ করি নিজেকে।
সফেদ ফেনিল ছোঁয়া চরণে ঠাঁয় দাঁড়িয়ে অবলোকন করি বিদায়ের রক্তিম আভা,
গিরি নিঃসৃত জলধারায় সিক্ত
মন ও মননে অঙ্কুরিত হয় নতুন স্বপ্ন বীজ
নব অঙ্কুরিত পত্র-পল্লব ছায়
অবারিত হেঁটে চলা সময় নিশ্চিন্তে ছুঁয়ে যায়---
সুউচ্চ পর্বত শীর্ষদেশ।
দুই হাত প্রসারিত করে
খোলা আকাশ তলে
মুক্ত বিহঙ্গ স্বাধীন সুখে
আমিও নিমগ্ন হই---
আহ্ কি প্রশান্তি!
দোয়েল কোয়েল শ্যামা শালিক
ঘাসফড়িং আর প্রজাপতি।
কাশবন ঝাড়ে
কিংবা গহীন অরণ্য মাঝে
নবরূপে রূপায়ণ করি
জীবনের অলি গলি।
পরিপাটি সাজে পরিকল্পনা করে
নিজেকে "হাই লাইট" করবার
কোন কায়দা-কৌশলে
নিমজ্জিত না হোক
ব্যক্তিত্ব,
হৃদয়ের আকুলতায় চিত্রিত চিত্রে
অনাদিকাল বেঁচে থাকুক;
বেঁচে থাকুক অস্তিত্ব।।