এই যে তুই সারাবেলা
সঙ্গে সঙ্গে থাকিস,
যখন যেমন চলি আমি
ছবির মতো আঁকিস।

সঙ্গে হাঁটিস সঙ্গে থামিস
খুব তো ভালোবাসিস,
রাতের আঁধার নামলে কেনো
দূরে দূরে রাখিস!

আমায় ছেড়ে কোথায় কাটাস
আস্ত একটা রাত,
এই বুঝি তোর ভালোবাসা
কেবল অজুহাত।

তোকে নিয়ে শ্রাবণ ছুঁয়ে
ভিজবো নোনাজলে,
একলা ঘরে একলা রেখে
যাসনে রে তুই চলে।

আজ আঁধারে যাবি যদি
সঙ্গে নিয়ে চল,
দিনের আলোয় সঙ্গে থাকিস
রাতে কেনো ছল!

দিনের শেষে রাতের মতো
সবাই ভীষণ একা,
ছায়া সঙ্গি, তুই-ই বুঝালি
আমি কত বোকা!!