আমার স্বপ্ন ক্যানভাসে ফিকে হয়ে যাওয়া
স্বপ্ন ছবিরা প্রাণ ফিরে পেয়েছিলো
তোমার ছড়িয়ে দেয়া রঙের ছোঁয়া পেয়ে ।
তুমি আপন মনে রঙ ছড়িয়ে ছিলে
ক্যানভাসের রঙহীন ছবিতে,
ইন্ধন যুগিয়েছিলে নতুন নতুন স্বপ্ন বোনাতে ।
আমি তাই মনের মাধুরী মিশিয়ে স্বপ্ন এঁকেছিলাম আমার হৃদয় ক্যানভাসে ।
ভোঁতা হয়ে যাওয়া অনুভূতি গুলো আমার,
একটু একটু করে জেগে উঠলো আবার ।
আমি বিমোহিত হয়েছি বর্ষার রূপে,
শুভ্র শরতের স্নিগ্ধ শীতলতায় দাঁড়িয়ে
গোধূলীর খেলা দেখেছি আনমনে ,
হেমন্তের ঘ্রাণ, কুয়াশার আলিঙ্গণ ছাড়িয়ে
আমি নতুন করে বসন্তের রঙ দেখেছি
বহুকাল পরে ।
আর বৈশাখ ?
তারও পেয়েছি সাক্ষাত ।
এই তো, গেলো বৈশাখে জীবনে প্রথম বার
নিজেকে সাজিয়ে ছিলাম বৈশাখী সাজে ।
লাল পেড়ে সাদা শাড়ি আর এলোচুলে হাত খোপায় কেমন লাগছিলো আমায় আমি জানি না,
শুধু জানি স্বপ্ন আবেশে তুমি নিবিড় ভাবে
জড়িয়ে ছিলে আমার অস্তিত্বে, অনুভূতিতে ।
বৈশাখ আবার এলো....
কিন্তু.......!
নাহ্,আর কোনো কষ্ট কথা নয় ।
তুমি আজও আছো হৃদয়ের পরতে পরতে,
আমার সমস্ত অনুভূতিতে ।
ছিলে,আছো,থাকবে চিরকাল ।
যতদিন ঐ পুব আকাশে দেখবো সূর্য লাল ।