কালের আবর্তে বদলের খেলায়
মেতেছে এই উদ্যান,
সারি সারি গাছের ছায়ায় আজ আর
সেই বেঞ্চি খুঁজে পাই না;
খুঁজে পাই না সেই বাসন্তী দুপুরের
আবেগী নীরবতা।
সে বসন্ত পরে আমি আর বসন্ত খুঁজিনি কোনদিন,
সচল রেটিনায় কতবার ছায়া পড়েছে;
আমের মুকুল প্রিয় বকুল
কৃষ্ণচূড়া লাল
তবুও বসন্ত খুঁজিনি এতকাল।
দোয়েলের শীষ শুনেছি;
শুনেছি শালিকের ডাক
তবু বহুকাল কোকিলের কুহু কলতানে
মুখরিত হয়নি আমার শ্যাওলা উঠোন।
এবার রাজপথে কোকিলের ডাক শুনেছি,
আম্র মুকুলে দেখেছি বসন্তের হাতছানি।
ফেলে আসা দিনের ভাঁজে জমে থাকা
ধূলো ঝেড়ে
সেখানে বসিয়েছি রঙের মেলা।
বিস্মৃত স্মৃতির অন্তরালে তোমাকে গুছিয়ে রেখে
আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি
দখিনের হাওয়ায়,
নতুন করে বাঁচার জন্যে বাড়িয়েছি হাত
সুখ স্বপ্ন আশায়।