এবার ঝরে যাওয়া শুকনো পাতার মতো
পদদলিত হোক জীবনের ইচ্ছে গুলো,
মরে যাওয়া নদীর মতো মরে যাক
জীবনের সব স্বপ্ন সাধ,
উড়তে না পারা ডানা ভাঙা পাখির মতো
স্থবিরতা আসুক জীবনে।
এবার সবুজ রঙ ফিকে হয়ে যাক,
জীবনের সবুজে আসুক হলদেটে ভাব।
আমি এখন বড়ো বেশি ক্লান্ত,
ঝনঝন শব্দে ভেঙে যাওয়া কাঁচের মতো,
বারবার ভেঙে যাওয়া স্বপ্ন টুকরোর তীক্ষ্ণতায়
আমার হৃদ পিণ্ড আজ ক্ষত বিক্ষত।
রঙ বেরঙের কারুকাজ খচিত
আমার প্রজাপতি ইচ্ছেদের
পথহীন পথিকের মতো হারিয়ে যাওয়া
বিরহে বিষাদময় বিবর্ণ আকাশ,
আমার ভয়ংকর সর্বনাশ।
হরিৎ পল্লব ছায়াতলে
হৃদয় পোড়ানো আগুন জ্বলে।
জীবনে আর কোনো বৈশাখ না আসুক,
না আসুক শরত, হেমন্ত,
শীতের মতো রিক্ততা নেমে আসুক,
বসন্ত বিচ্ছেদে
জীবন বিধবার সাজে সাজুক।
আমি বড় বেশি ক্লান্ত এখন,
বড় ক্লান্ত, ক্লান্ত ভীষণ।