একটু একটু করে ক্ষয়ে যাওয়া জীবন ভারে নুয়ে পড়েছে যে নন্দিনী
সে আজ নিজেই নিজের তানপুরা সুরে নিজেকে করেছে বন্দিনী ।
বক পালক কুয়াশায় সে আর উষ্ণতা খোঁজে না কারো
জানলায় দাঁড়িয়ে দেখে না এখন শ্বেতী জোছনার আলো ।
বিষাদ ছোবলে ক্ষত বিক্ষত হৃদয় নিংড়ানো দীর্ঘশ্বাসে এখন কেবলই ঘৃণা
ঘৃণা সমাজ সুশীলতায়
ঘৃণা ভালোবাসাহীনতায় ।
ভালোবাসা..............
বৈধতার লাইসেন্স বিহীন ভালোবাসা অভিযোগে অভিযুক্ত সে নন্দিনী
নিজেই নিজের হৃদয় কারায় নিজেকে করেছে বন্দিনী ।।