বন্ধু হবি!
আমার ভীষণ কষ্ট বুকে একটু শীতল বাতাস দিবি,
সঙ্গহীন জীবনটাকে একটু নাহয় বদলে নিবি।
বন্ধু হবি!
যখন তখন ফোন / মেসেজে কেমন আছি খবর নিবি,
তোর সারাদিনের গল্পগুলো সন্ধ্যাবেলায় আমায় দিবি।
বন্ধু হবি!
বললেই তুই আমার লেখা আমায় পড়ে খুব শোনাবি,
মন খারাপের বারান্দাতে গরম চায়ে ঠোঁট পোড়াবি।
বন্ধু হবি!
তোর ব্যস্ত জীবন ব্যস্ত সময়; তবুও একটু সময় দিবি,
চোখের কোণে জমে থাকা অশ্রু গুলো কেড়ে নিবি।
বন্ধু হবি!
কাজল আঁকা চোখে চেয়ে মনের কথা বুঝে নিবি,
নীরব রাতে সাগর তীরে হাসিমুখে সঙ্গ দিবি।
বন্ধু হবি!
আমার ভালো লাগা মন্দ লাগা একাই তুই খুঁজে নিবি,
অভিমানের ছাদ পেরিয়ে হৃদয় আকাশ রাঙিয়ে দিবি।
বন্ধু হবি!
ধুসর রঙের ক্যানভাসে তুই রঙ বেরঙের ছবি হবি,
একলা জীবন একলা ভীষণ; বল না তুই বন্ধু হবি!!
বন্ধু হবি!
নষ্ট জীবন কষ্ট করে নিজের হাতে গুছিয়ে দিবি,
সকাল সাঁঝে রাত বিরাতে কেবল আমার সঙ্গ নিবি।
বন্ধু হবি!
আমার দ্বিধা দ্বন্দ ভয় ভীতিকে একটু খানি প্রশ্রয় দিবি,
শহর ছেড়ে দূরে কোথাও মাঝেসাঝে ঘুরতে নিবি।
বন্ধু হবি!
তুই কি আমার বন্ধু হবি!!
গভীর রাতের আলোতেও ছায়ার মতো সঙ্গি হবি!!!