তোমার সকালের শুভেচ্ছা বার্তা
আমাকে অনেকটাই নিশ্চিন্ত করে,
বুঝতে পারি ঠিক আছো তুমি।
স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আমি নিঃশব্দে
তোমার কপালে অনুভূতির অধর ছোঁয়াই।
তারপর, আলো ছায়ার হাত ধরে
আস্ত একটা দিন হেঁটে বেড়ায়
ঘরদোর পেরিয়ে
আমার সুশীতল আঙিনায়।
সেখানে কখনো তোমাকে পাই,
কখনো পাওয়া হয় না,
তোমার সেই সময়ের নীরবতা
আমাকে তেমন করে ভাবায় না,
আমি তো জানি--
জানি কতটা বিস্তৃত তোমার ব্যস্ততার পরিধি,
ধীরে ধীরে সূর্য ডোবা রঙে সেজে ওঠে পৃথিবী।
সেঁজুতির আলো ছুঁয়ে
আমি অপেক্ষার প্রহর গুনি,
রাতের রঙে আর কত ঘনত্ব বাড়লে
শুনবো তোমার পদধ্বনি!
এক সময় নিভে যায় সাঁঝের আলো,
নিয়ন বাতির শহর বুৃকে রাতের ঘনত্ব বাড়ে,
তুমি সেই ঘন কালো রঙের বুকে
এক চিলতে আলো জ্বেলে,
চুপিসার জানিয়ে দাও
সারাবেলা কেমন ছিলে।
তোমার রাত্রি কালীন শুভ বার্তায়
আমার ক্লান্তি শ্রান্তি সকল হারায়।
আজ কেনো গো ঘন মেঘে
রাতের আলো গেলো ঢেকে,
কেনো এমন, এমন কেনো?
ভালো ছিলে জানি যেনো,
ভোরের আলোয় জানি যেনো,
খুব করে চাই জানি যেনো।