অস্তিত্বহীন এই বেঁচে থাকায়,
পথহীন এক পথিক আমি ।
আলোহীন আঁধারে ডুবে থাকা জীবন জুড়ে কেবলই
সুখহীন দুঃখরা,
চাতকের মত চেয়ে থাকে
পলকহীন দৃষ্টি মেলে ।
মেঘহীন আকাশের মত
মাধুর্যহীন নীরব নিথর,
ভালোবাসাহীন জীবন,
বর্ণহীন বেঁচে থাকায়
স্বপ্নহীন নীরবতায় ,
আজও শুধু ---
সুখ খুঁজে বেড়ায় ।
আর,
সীমাহীন বেদনা আচ্ছাদনে আচ্ছাদিত জীবন,
কেবল ছুটে চলে
গন্তব্যহীন কোন গন্তব্যে ।