বিকেলে
ঝরে যাওয়া
শুভ্র ফুলের স্নিগ্ধতায়
আমি নিরবধি খুঁজে বেড়াই
বিস্মৃত স্মৃতির অতল গহ্বরে হারানো
প্রজাপতি সুখ আর গাঙচিল স্বপ্ন বাসর।
ভোরের
সোনালী আকাশ
লজ্জার ঘোমটা খুলে
হেসে ওঠে জানলার ওপারে
আমার স্বপ্ন নিখোঁজ হৃদয় আঙ্গিনায়
সীমাহীন মমত্বে মমতার হাত বুলিয়ে যায়।
ফুল
বাগান ঘুরে
জোড়া শালিক নীড়ে
আমি অপলক চেয়ে থাকি
মমতার নিবিড় বাঁধনে জোড়া পাখি
প্রেমাতুর নয়নে জাগে নীল জোছনা নিশি।