আমি এক ব্যস্ত প্রেমিকের
প্রেমে পড়েছি,
তার ব্যস্ততার ফাঁক ফোঁকরে
একটু একটু মন দিয়েছি।
ব্যস্ত মানুষ, ব্যস্ত ভীষণ
আমি তার সঙ্গে যখন।
তবু আমার তেমন করে
অভিমানে মন কাঁদে না,
কাঁদবে কেন?
ব্যস্ত প্রেমিক একটুও তো
আমাকে তার পর ভাবে না।
আমিও কি পর ভাবি আর!
ভালো রাখা বন্ধু আমার।
তার সারাদিনের ব্যস্ত সময়
খুব করে ভালো কাটুক,
ক্লান্তি শেষে শ্রান্ত মানুষ
রাত না জেগে ঘুমিয়ে পড়ুক।
লাজুক ভোরের রাঙা রবি
কপালের তার চুমু আঁকুক,
অধরে তার আলতো ছোঁয়ায়
নতুন করে জেগে উঠুক।
আমার ব্যস্ত মানুষ, ঘর বাহিরে
ভীষণ ভাবে যত্নে থাকুক,
আমাকে তার মনের ঘরে
খুব যতনে লুকিয়ে রাখুক।
ভালো থাকুক, ভালো রাখুক
আমার সঙ্গে, সঙ্গে বাঁচুক।