তোমার ভালোবাসার শুদ্ধতায়
আমি ডুবে যেতে চাই নির্দ্বিধায়,
তোমার চোখে চোখ রেখে
পড়ে নিতে চাই তোমাকে।
তোমার হৃদয়ের পতিত জমিতে
ভালোবাসার বীজ ফলাতে
চাই আমি,
অপূর্ণতার সাম্রাজ্যে আমি
পূর্ণতার আঁচল পেতে দিতে চাই।
আমি তোমার বুক ফাটা
দীর্ঘশ্বাসের মূল শিকরে
ঢেলে দিতে চাই রাসায়নিক বিষক্রিয়া।
তোমার চলার এবড়ো থেবড়ো ভাঙ্গা
পথের ফাঁক ফোকরে
আমি ইট বালির পুর ভরে
ভরাট করে দিতে চাই।
আমি তোমার দুঃখ স্মৃতি ভুলিয়ে
দিতে চাই;
ভুলিয়ে দিতে চাই সমস্ত
করুণ ইতিহাস।
আমি চাই কপালের ভাঁজ গুলো
মিলিয়ে যাক তোমার,
নিভে যাক ভারী ভোল্টেজে
জ্বলে থাকা অন্ধকার।
জীবনে বয়ে যাওয়া কষ্ট বাতাসে
আমি স্নিগ্ধতা ছড়িয়ে দিতে চাই;
জাগিয়ে দিতে চাই তোমার বুকে
ঘুমিয়ে থাকা স্বপ্ন গুলো কে।
প্রসারিত হাতে সরিয়ে দিতে চাই
তোমার আকাশে ভেসে থাকা
কালো মেঘের হাতছানি,
আমি নীল খামে তোমাকে পাঠাতে চাই
ব্যাপক অর্থে ছোট্ট একটি বানী
পৃথিবীতে ভালোবাসা
সব চেয়ে দামী।