আমি বাংলায় লিখি
বাংলায় বলি
বাংলায় করি বাস,
জাফরান রঙে স্বপ্ন বুনি
বাংলায় বার মাস ।
জীবন যুদ্ধে যুদ্ধ করি
বাংলার ঘরে বসে,
যুদ্ধ জয়ের স্বপ্ন আঁকি
বাংলায় হেসে হেসে ।
কষ্ট মনে ভেসে বেড়াই
বাংলার আকাশে,
বেল বকুলের গন্ধে ব্যাকুল
বাংলার বাতাসে ।
আমার স্বপ্ন চাষে
বাংলা হাসে
বাংলায় ভালোবাসে,
কল্পলোকে কল্প মানব
বাংলায় ভেসে আসে ।
আমি বাংলার বুকে
বাংলা আবেগে
হেঁটেছি অনাদি কাল,
গ্রাম বাংলার অপরূপ রূপে
হয়েছি বেসামাল ।
বাংলায় কাঁদি
বাংলায় বাঁচি
বাংলায় ভালোবাসি,
বাংলা আমার মায়ের মুখে
এক টুকরো হাসি ।
অশুভ শক্তি বাংলার বুকে
পতিত হলে আবার,
পতিত শক্তি নিপাতিত হবে
বাংলায় বারবার।।